HighlightNewsরাজ্য

কালিকাতলা পঞ্চায়েতের সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হল ‘দুয়ারে সরকার ক‍্যাম্প’

টিডিএন বাংলা ডেস্ক : পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চলছে দুয়ারে সরকার কর্মযজ্ঞ। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য প্রকল্প হল ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্প। এর সুফল পাওয়ার জন্য কাতারে কাতারে মহিলারা জমায়েত হচ্ছেন দুয়ারে সরকার ক্যাম্পে। ক্যানিং দু’নম্বর ব্লকের কালিকাতলা পঞ্চায়েত এর ব্যতিক্রম নয়। এই কর্মযজ্ঞে দক্ষ পরিচালকের ভূমিকায় যারা আছেন তারা গৃহস্থ মহিলাদের কাছে আরো বেশি করে সুনাম অর্জন করতে পারছেন। কালিকাতলা গ্রাম পঞ্চায়েতের সেই দক্ষ পরিচালক সত্তরোর্ধ্ব আব্দুল হাই সাহেব। তিনি সবার প্রিয় ছোট বাবু। এই বয়সেও দক্ষ সেনাপতির মতো নিজে উপস্থিত থেকে সম্পূর্ণ ব্যবস্থাপনা পরিচালনা করছেন। তার এই প্রয়াস সমস্ত লক্ষীর ভান্ডার আবেদনকারী মহিলাদের সাধুবাদ পাচ্ছেন। দীর্ঘ 35 বছরের পঞ্চায়েত চালানোর অভিজ্ঞতা ও অদম্য কর্মদক্ষতায় এই সুষ্ঠু ব্যবস্থাপনার নিদর্শন রেখেছেন। উপস্থিত মহিলাদের অনেকেরই বক্তব্য, ‘অন্যান্য সব জায়গায় যেরকম খবর পাচ্ছিলাম তাতে একটু ভয় পাবারই কথা ; কিন্তু এই সুপরিকল্পিত ব্যবস্থাপনায় আমরা অভিভূত। আমরা সবসময় আমাদের ছোট বাবুকে পাশে পাচ্ছি।’ উল্লেখ্য যে, রাজ্য বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করার প্রতিস্রুতি দিয়ে ছিল। সে অনুসারে ‘দুয়ারে সরকার ক্যাম্প’ করার উদ্যোগ নেয়া হয়েছে।

Related Articles

Back to top button
error: