দেশ

কোটি কোটি টাকা প্রতারণা! গ্রেফতার স্বঘোষিত ধর্মগুরু

টিডিএন বাংলা ডেস্ক : ৩ কোটি টাকা প্রতারণার দায়ে গ্রেফতার এক স্বঘোষিত ধর্মগুরু। ওড়িশা পুলিশ গ্রেফতার করেছে এক প্রযুক্তিবিদকেও। রবিবার ওড়িশার ইকনমিক অফেন্স উইং-এর আধিকারিকরা এই দুই ব্যক্তিকে গ্রেফতার করে।

ধৃত দুই ব্যক্তির নাম চন্দন আকাশ মহান্তি এবং বিজয়ানন্দ চৌধুরী। ইওডব্লু এসপি গগারিন মহান্তি জানিয়েছেন, ওড়িশা ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশন-এর এক লিখিত অভিযোগের ভিত্তিতে এই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, চন্দন আগে ওটিডিসি-তে চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। সেই সময় ওটিডিসির নাম করে ভুয়ো ওয়ার্ক অর্ডার ইস্যু করে এক কন্ট্রাকটরকে প্রতারণা করেন। তারপর তিনি ওই কন্ট্রাকটরের কাছ থেকে বহু টাকা আদায় করেন। অভিযোগ এবং স্বামী বিজয়ানন্দ মহারাজ ‘বাবা’ কাজের অগ্রিম হিসেবে চন্দন মহান্তির ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা জমা করতে বলা হয়।
অভিযুক্ত ওই ২ ব্যক্তি কন্ট্র্যাকটরকে ২৩টি ভুয়ো ওয়ার্ক অর্ডার দেন। অর্ডারে ওটিডিসি-র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সই এবং সিল ব্যবহার করা হয়। অভিযোগ, ওই কন্ট্রাকটরের কাছ থেকে ৩ কোটি টাকা আদায় করে দুই অভিযুক্ত।

ওড়িশা পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের ভুবনেশ্বর এসডিজেএম আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button
error: