দেশ

সরকারি অনুষ্ঠানে আসন ভরাতে বসানো হল অসুস্থ শিশুদের! নোটিশ পাঠাল এনসিপিসিআর

টিডিএন বাংলা ডেস্ক : সরকারি অনুষ্ঠান। দর্শকের আসন ভরাতে কী করা যায়? হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ শিশুদের এনে বসিয়ে রাখা হয় অনুষ্ঠানে! চাঞ্চল্যকর অভিযোগ উঠলো মধ্যপ্রদেশের বিদিশা জেলা হাসপাতালের বিরুদ্ধে। অনুষ্ঠান শুরুর আগে প্রচন্ড রোদে ছোট ছোট শিশুদের পাশাপাশি বসে থাকার সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সংবাদমাধ্যম সূত্রে খবর, একটি অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠান ছিল।আর সেখানেই দর্শক হিসেবে অসুস্থ শিশুদের বসিয়ে রাখার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ভার্চুয়ালি ওই অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন। খবর প্রকাশ হতেই শুরু হয় বিতর্ক। রাজ্যের মুখ্যসচিব ইকবাল সিং বেইনসকে নোটিশ পাঠিয়েছে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস (NCPCR)। ৭ দিনের মধ্যে এই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে NCPCR।

NCPCR-এর চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুঙ্গোর চিঠিতে লেখেন, “প্রচন্ড রোদে দুই ঘন্টারও বেশি সময় ধরে শিশুদের বসিয়ে রাখা হয়েছিল। যা প্রাথমিকভাবে জুভেনাইল জাস্টিস আইন, ২০১৫-র ৭৫ নম্বর ধারা লঙ্ঘন করে।”
তবে হাসপাতালে চিফ মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসার অখন্ড প্রতাপ সিংহ NCPCR-এর এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, অনুষ্ঠানের সময় তিনি সেখানেই উপস্থিত ছিলেন। যে শিশুদের ভিডিওতে দেখা গেছে, তারা তাদের অভিভাবকের সঙ্গে অনুষ্ঠান দেখতে এসেছিল। হাসপাতাল থেকে কেবলমাত্র একজন বাচ্চা মেয়েকে আনা হয়েছিল। অনুষ্ঠানটি ৪৫ মিনিটের ছিল। সেখানে শিশুদের ২ ঘন্টা বসিয়ে রাখার প্রশ্নই ওঠে না।

Related Articles

Back to top button
error: