রাজ্য

বিভিন্ন জেলায় বৃষ্টির অভাবে নষ্ট হচ্ছে ফসল, সরকার চাষীদের পাশে দাঁড়াক, আহ্বান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের

টিডিএন বাংলা ডেস্ক: বছরের শ্রাবণ মাস। এতদিনে বর্ষা নেমে আসে রাজ্য জুড়ে। আগেই তৈরি হয়ে যায় প্রয়োজনীয় বীজ। বছরের এই সময়টায় বর্ষার জলে বপণ করা হয় বিভিন্ন খরিপ শস্যের বীজ। কিন্তু এ বছরে এখনো পর্যন্ত রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে বর্ষার দেখা নেই। কোথাও কোথাও সামান্য বৃষ্টি হলেও তা চাষের জন্য যথেষ্ট নয়। আর এ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন রাজ্যের চাষীদের বিরাট একটা অংশ।

চাষীদের এই দুরাবস্থার কথা ভেবে রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)। এক প্রেস বিবৃতিতে তাঁরা জানিয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অনাবৃষ্টির কারনে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বৃষ্টির অভাবে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার ও কোচবিহারে চাষবাস ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জানা গেছে, খরিফ মরসুমে যেখানে প্রায় ৪২ লক্ষ হেক্টর জমি চাষ হওয়ার কথা, সেখানে অনাবৃষ্টিতে মাত্র ৪ লক্ষ ৮৭ হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে। ভালো বৃষ্টি না হলে ধান রোয়ার কাজ হয়না, বীজতলা তৈরি রাখা সত্ত্বেও। প্রচুর সংখ্যক মানুষ বেকার হয়ে দিন কাটাচ্ছেন। পূর্ব বর্ধমানে স্বাভাবিকের চেয়ে ৫৪ শতাংশ, মুর্শিদাবাদে ৬৯ শতাংশ, বীরভূমে ৬১ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। নদীয়া ও হুগলীতেও যথাক্রমে ৫৮ ও ২৮ শতাংশ কম বৃষ্টি হয়েছে।

ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের পক্ষ থেকে রাজ্যসরকারের কাছে দাবি জানিয়ে বলা হয়, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে অবিলম্বে এই সমস্ত জেলাকে খরা অধ্যুষিত এলাকা বলে ঘোষণা করা করতে হবে। সাথে চাষীদের প্রয়োজনীয় ক্ষতিপূরণেরও ব্যবস্থা করতে হবে।

Related Articles

Back to top button
error: