টিডিএন বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আশার আগে প্রতিশ্রুতি দিয়ে ছিলেন কেন্দ্রে ক্ষমতায় আসতে পারলে বিদেশে গচ্ছিত ভারতীয়দের কালো টাকা দেশে ফেরত আনবেন। কিন্তু এবার সেই নরেন্দ্র মোদীর আমলেই সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল ভারতীয় পুঁজিপতিরা! সুইস ব্যাঙ্কের দেওয়া সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২০২১ সালে ভারতীয়দের সুইস ব্যাঙ্কে গচ্ছিত টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ৫০০ কোটি টাকা। অথচ ২০১৮ সালের শেষে সুইস ব্যাংকে ভারতীয়দের গচ্ছিত টাকার পরিমাণ দাঁড়িয়ে ছিল ১২,৬১৫ কোটি টাকা। এরপর সেই পরিমাণ অনেকটাই কমে ২০১৯ সালে দাঁড়ায় ৬ হাজার ৬২৫ কোটি টাকা। কিন্তু ২০২০ সালে তা আবারও এক ধাক্কায় বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২০ হাজার ৭০০ কোটি টাকা। ২০২১ সাল অর্থাৎ করোনার বছর সেই টাকার পরিমাণ সমস্ত রেকর্ড ভেঙে ৩০ হাজার ৫০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। তবে মনে রাখতে হবে এই পরিসংখ্যান কিন্তু আসল পরিসংখ্যান নয়। কারণ এটা সরকারি পরিসংখ্যান। এছাড়াও বিভিন্ন ভাবে ঘুর পথে ভারতীয় পুঁজিপতিরা সুইস ব্যাঙ্কে টাকা রাখেন বলে অভিযোগ।
বিশ্বের ৮৬টি দেশের নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে সেই দেশের সরকারকে জানায় সুইস ব্যাংক কর্তৃপক্ষ। কোন কোন দেশের নাগরিক ওই ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে, সে সম্পর্কে তথ্য দেয় সুইজারল্যান্ড ফেডারেল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন। এই তালিকায় রয়েছে ভারতও।