HighlightNewsরাজ্য

প্রাথমিক শিক্ষক নিয়োগের সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশের দাবি জানালো ডিওয়াইএফআই 

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা: সম্পূর্ন দূর্নীতিমুক্ত এবং স্বচ্ছ উপায় সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশের দাবি জানালো ডিওয়াইএফআইয়ের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।বৃহস্পতিবার একটি প্রেস বিবৃতি প্রকাশ করে রাজ্য সভাপতি মীনাক্ষী মুখার্জি ও রাজ্য সম্পাদক সন্দ্বীপ মিত্র জানিয়েছেন, “দুর্নীতি মুক্ত, স্বচ্ছ নিয়োগের দাবিতে নবান্ন অভিযান এগিয়ে আমাদের সংগঠনের কমরেড মইদুল ইসলাম মিদ্যা খুন হন। সরকারি নির্দেশ ও প্রশাসনের বর্বরতা এই নির্মম ঘটনা ঘটে। তাই আমরা দাবি করছি যে রাজ্য সরকার দ্রুত দুর্নীতিমুক্ত, স্বচ্ছ নিয়োগের পদক্ষেপ না নিলে আমরা ভবিষ্যতে বৃহৎ আন্দোলনের পথে যেতে বাধ্য হব।”

প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা হওয়ার ছয় বছর বাদে সম্প্রতি একটি মেধাতালিকা প্রকাশিত হয়েছে। তবে ওই মেধাতালিকা নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ তুলেছে ডিওয়াইএফআই সদস্যরা। বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রেস বিবৃতিতে মেধাতালিকা প্রসঙ্গে বলা হয়েছে, পরীক্ষা হওয়ার ছয় বছর বাদে প্রাথমিক শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ হয়েছে। হঠাৎ করে ওয়েবসাইটে তালিকা প্রকাশ করে ওইদিনই কাউন্সেলিং শুরুর কথা বলা হয়।কার কাউন্সেলিং হবে আর কার হবে না এই নিয়ে জেলায় জেলায় বিভ্রান্ত হয়েছেন চাকরিপ্রার্থীরা। ওয়েবসাইট দেখে উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা অফিসে আসছেন, এসে জানতে পারছেন যে ফোনে এসএমএস না এলে কাউন্সেলিং হবেনা। নির্দিষ্ট ক্যাটেগরি অনুযায়ী দেওয়া হয়নি ওয়েবসাইটে। তালিকায় অনেক ভালো নাম আছে বলেও দাবি করা হচ্ছে বিভিন্ন মহলে।

ডিওয়াইএফআই-এর রাজ্য কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশিত হওয়ার পর বিভিন্ন জেলায় ডিপিএসসি অফিসগুলিতে ভিড় করছেন চাকরিপ্রার্থীরা। কিন্তু অল্প সংখ্যক কয়েকজনকে ডেকে কাউন্সেলিং করা হচ্ছে। বাকিদের কবে, কোথায় কাউন্সেলিং করা হবে তা পরিষ্কার করে জানানো হচ্ছে না। এমনকি বিভিন্ন ডিপিএসসি অফিস থেকে জানানো হচ্ছে যে, জেলায় শূন্য পদ নেই। তালিকা না আসা পর্যন্ত কোন কাজ হবে না।

এই পুরো ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, গোটা মেধাতালিকা অবিলম্বে প্রকাশ্যে আনা হোক। কোন প্রার্থীর, কবে কোথায় কাউন্সেলিং হবে তা পরিষ্কার করে চাকরিপ্রার্থীদের জানাতে হবে। এর পাশাপাশি পরীক্ষার্থীদের নাম, রোল নম্বর, একাডেমিক নম্বর, টেটে প্রাপ্ত নম্বর, ইন্টারভিউয়ের নম্বর ও কাট অফ সহ তালিকা প্রকাশ করতে হবে।

 

Related Articles

Back to top button
error: