আন্তর্জাতিক

শুরু হচ্ছে এরদোগানের ‘স্বপ্ন প্রকল্প’ ‘ইস্তাম্বুল খালের’ খনন কার্য

টিডিএন বাংলা ডেস্ক : তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট তাইয়েব এরদোগান বসফরাস প্রণালীর সমান্তরালে মারমারা সাগর ও কৃষ্ণসাগর এর মধ্যে সংযোগ প্রতিষ্ঠাকারী ‘ইস্তাম্বুল খাল’ খননের প্রতিশ্রুতি দিয়েছিলেন । এটি তার একটি স্বপ্নের প্রকল্প। আগামী শনিবার থেকে শুরু হচ্ছে তার এই ‘স্বপ্ন প্রকল্প’ ‘ইস্তাম্বুল খালের’ খননকার্য।

তুরস্কের আনাদোলু এজেন্সি জানিয়েছে, শনিবার খালটির দুই পাশে সংযোগকারী সেতুর ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এই প্রকল্পের কাজ শুরু হচ্ছে। সাত হাজার পাঁচ শ’ কোটি তুর্কি লিরা বাজেটে এই প্রকল্পের কাজ করা হচ্ছে।

ইস্তাম্বুলের বসফরাস প্রণালী হচ্ছে আন্তর্জাতিক বাণিজ‍্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব‍্যস্ততম নৌপথ।এই পথ দিয়ে প্রতিনিয়তই বিপুল নৌযান পারাপার হয়। ফলে এশিয়া ও ইউরোপের মাঝে এই প্রণালী পথে প্রায়ই নৌজটের সৃষ্টি হয়। এরফলে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে এই প্রণালীতে। ফসফরাস প্রণালীর উপর নৌজট কমাতে নতুন এই খাল খননের পরিকল্পনা করা হয়।

প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বর্তমান প্রেসিডেন্ট এরদোগান ‘ইস্তাম্বুল খাল’ খননের প্রতিস্রুতি দিয়ে ছিলেন। ইস্তাম্বুলের ইউরোপীয় অংশে খননের পরিকল্পনা করা এই খালটি দৈর্ঘ্যে ৪৫ কিলোমিটার (২৮ মাইল), প্রস্থে ২৭৫ মিটার (৯০২ ফুট) এবং গভীরতায় ২০.৭৫ মিটার (৬৮ ফুট) হবে। এই প্রকল্পের কাজ শেষ হতে প্রায় সাত বছর লাগবে বলে জানিয়েছে।

Related Articles

Back to top button
error: