সামরিক অভ্যুন্থানের পর উদ্বাস্তু হয়েছে মায়ানমারের দুই লাখ তিরিশ হাজার মানুষ
টিডিএন বাংলা ডেস্ক : জাতিসংঘ বৃহস্পতিবার একটি তথ্য প্রকাশ করে যেখানে বলা হয়েছে, মায়ানমারে সামরিক অভ্যুন্থানের পর অভ্যন্তরীণ সহিংসতায় অন্তত দুই লাখ ৩০ হাজার মানুষ উদ্বাস্তু হয়েছে। গত ১ ফেব্রুয়ারিতে মায়ানমারের সামরিক বাহিনী অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে।
উল্লেখ্য যে, ১ ফেব্রুয়ারি মায়ানমারের নির্বাচিত সরকারকে নির্বাচনে প্রতারণার অভিযোগে সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে অপসারিত করে। এরপর সামরিক শাসন শুরু হয়। এর বিরুদ্ধে আন্দোলন শুরু হলে সামরিক সরকার আন্দোলন দমন করতে দমন-পীড়ন শুরু করে। বিক্ষোভ সমাবেশে হামলা চালানোয় প্রায় ৮৭৭ জন নিহত হয়। এছাড়া গ্ৰেফতার করা হয় হাজার হাজার আন্দোলনকরীকে। এরপর শুরু হয় সামরিক বাহিনীর সঙ্গে বিভিন্ন সশস্ত্র আন্দোলনকরীদের সংঘর্ষ। এই সংঘর্ষে ২ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে।