পেগাসাস ব্যবহারের প্রমাণ মিলেছে, বাজেটের আগে দাবি ২ সাইবার বিশেষজ্ঞের

টিডিএন বাংলা ডেস্ক : সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিন সাঁড়াশি চাপের মুখে কেন্দ্রীয় সরকার। পেগাসাস ইস্যুতে জবাবদিহি করতে হবে সরকারপক্ষকে। দাবি জানিয়েছে বিরোধীরা। এরইমধ্যে সামনে এসেছে এমন একটি তথ্য যা সরকারপক্ষকে অস্বস্তিতে ফেলেছে। কী সেই তথ্য?

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানার নির্দেশে পেগাসাস নিয়ে তদন্ত চালানো কমিটির সামনে হাজির হয়ে অন্তত ২জন সাইবার বিশেষজ্ঞ দাবি করেছেন, তারা বিভিন্ন অভিযোগকারীর ফোনে পেগাসাস স্পাইওয়্যার থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছেন।

তদন্তের ভিত্তিতে কমিটি যে সিদ্ধান্ত নিক, তার অপেক্ষায় বসে থাকতে নারাজ বিরোধী শিবির। সেই জন্য বাজেট অধিবেশনের প্রথম দিনেই বিরোধী শিবিরের একাধিক সাংসদ অশ্বিনী বৈষ্ণব এর বিরুদ্ধে প্রিভিলেজ নোটিশ জমা দিয়েছেন। শিবসেনার মুখপত্র সামনাতে অভিযোগ করা হয়, পেগাসাস আমেরিকার ওয়াটারগেট কেলেঙ্কারির থেকেও বড়।