আন্তর্জাতিক

মগবাজারের পর রূপগঞ্জের ফুড ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ৫২

টিডিএন বাংলা ডেস্ক: বাংলাদেশের নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ফুড কারখানাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ওই কারখানায় প্রায় ২০০ জন কর্মী কাজ করছিলেন বলে জানা গিয়েছে। ঢাকা ও নারায়ণগঞ্জের ১৮টি ফায়ার সার্ভিসের ইউনিট কুড়ি ঘন্টা ধরে প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে বলে জানিয়েছে। তবে স্থানে স্থানে এখনো আগুন দেখা যাচ্ছে ফলে খবর। ফায়ার সার্ভিসের ভাষায় এটাকে ডাম্পিং বলা হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর শুরু হয় উদ্ধার কার্য। এখনো পর্যন্ত ৫২টি লাশ পাওয়া গিয়েছে বলে খবর।

এছাড়া প্রায় অর্ধশতাধিক কর্মচারী নিখোঁজ আছে বলে জানা গিয়েছে। ফায়ার সার্ভিসের নির্বাচিত ১০ জন সদস্যের একটি টিম ছয় তলাতে উদ্ধারের কাজে নেমেছে। ডাম্পিং এর আগুন নিভানো এবং জীবিত ও মৃত ব্যক্তিদের সন্ধানে চেষ্টা করছে তারা। উদ্ধারকর্মীদের অনেকেই জানিয়েছেন তোদের লোমহর্ষক অভিজ্ঞতার কথা। উল্লেখ্য যে বাংলাদেশে ইদানিং বিভিন্ন কারখানা,বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটছে। এ ব্যাপারে প্রশাসনের গাফিলতি, সঠিক পরিকল্পনার অভাব ও অগ্নিনির্বাপক ব্যবস্থার অভাবকে দায়ী করে অভিযোগ করেছে বিশেষজ্ঞ মহল। বারবার এমন দুর্ঘটনা ঘটার পরও প্রশাসন কেন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্লেখ্য বাংলাদেশ সরকার মৃত ব্যক্তির জন্য ২০ হাজার টাকা ও আহত ব্যক্তিদের জন্য ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে।

Related Articles

Back to top button
error: