পুজোর আগেই শহরের রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি ফিরহাদ হাকিমের
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: পুজোর আগেই কলকাতার রাস্তাঘাট সংস্কারের প্রতিশ্রুতি দিলেন কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম। শুক্রবার পুরসভা সংলগ্ন রক্সি হলে কো-অর্ডিনেটরদের নিয়ে বৈঠকে বসেছিলেন প্রশাসনিক বোর্ডের প্রধান। শহরের কোন ওয়ার্ডে বর্তমান কি পরিস্থিতি তা সেই সব এলাকার কো-অর্ডিনেটর দের মুখ থেকে শোনেন ফিরহাদ হাকিম। অধিকাংশ ওয়ার্ড থেকেই উঠে আসে রাস্তার বেহাল দশার কথা। পাশাপাশি আম্ফানে শহরের বহু এলাকায় ত্রিফলা লাইট ভেঙে পড়েছে বলে জানান অনেক প্রতিনিধি। পুজোর আগে তা যাতে সংস্কার হয় সেই আবেদন রাখেন তারা। প্রশাসনিক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম এদিনের সভায় প্রতিশ্রুতি দেন পুজোর আগে শহরের সার্বিক সমস্যার সমাধান করা হবে।
এই দিনের বৈঠকে উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন ওয়ার্ডে জল জমার সমস্যার কথাও উঠে আসে। যেসব এলাকায় জল জমে সেইসব এলাকায় আধুনিক প্রযুক্তিতে নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে বলে এদিন প্রতিশ্রুতি দিয়েছেন ফিরহাদ হাকিম।