বাংলার বিজেপিকে ছাগলের তিন নম্বর বাচ্চা বলে কটাক্ষ ফিরহাদ হাকিমের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: বাংলার বিজেপিকে ছাগলের তিন নম্বর বাচ্চা বলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। তিনি বলেন, বিহারে জিতেছে বলে এখানকার বিজেপি এখানে লাফাচ্ছে। ছাগলের যখন দুটো বাচ্চা দুধ খায় তখন তিন নম্বর বাচ্চা ছপছপ করে লাফায়। এখানকার বিজেপির অবস্থা তাই হয়েছে বলেও কটাক্ষ করেন।