রাজ্য
দুর্গাপূজা নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের সাথে বিশেষ বৈঠক করবেন ফিরহাদ হাকিম
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: কলকাতা পুরসভার শহরে একাধিক পার্ক রয়েছে। সেই পার্কগুলোতে শহরের নামী দামী ক্লাব সংগঠনের পুজো হয়। কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নির্দেশে পার্ক গুলোতে তালা ঝুলছে এই অবস্থায় বেশকিছু পুজো উদ্যোক্তা তারা এবছর পুজো করা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে তাদের কথা মাথায় রেখেই রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় পরামর্শ করবেন কলকাতা পৌরসভার প্রশাসনিক প্রধান কে ফিরহাদ হাকিম আজ পুরসভায় এমনটাই জানিয়েছেন তিনি।