HighlightNewsদেশ

লাগাতার চতুর্থ দিন দৈনিক ৪ লক্ষের বেশি সংক্রমিত; একদিনে মৃত ৪০৯১ জন কোভিড আক্রান্ত

টিডিএন বাংলা ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে লাগাতার চতুর্থ দিন ভারতে দৈনিক চার লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গোটা দেশে করোনার প্রভাবে বিপর্যস্ত সাধারণ মানুষ। এখনো পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২.২২ কোটি। গত চব্বিশ ঘণ্টায় দেশে সংক্রমিত হয়েছেন ৪ লক্ষ ৩ হাজার ৬২৬ জন। একদিনে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪,০৯১ জন মানুষ। তবে, স্বস্তির বিষয় হলো গত ২৪ ঘন্টায় করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৮৬ হাজার ২০৭ জন মানুষ। উল্লেখ্য, এখনো পর্যন্ত একদিনে করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ওঠার এই পরিসংখ্যান সর্বোচ্চ। সরকারি পরিসংখ্যান অনুসারে,এখনো পর্যন্ত দেশে মোট করণা ভাইরাসের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে উঠেছেন ১.৮৩ কোটি মানুষ। বর্তমানে দেশ জুড়ে বিভিন্ন হাসপাতাল এবং কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন ৩৭.৩২ লক্ষ মানুষ।

নোভেল করোনা মহামারীর দ্রুত সংক্রমণ রুখতে ইতিমধ্যেই দেশের ১৬টি রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। এই রাজ্য গুলি হল— হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, মিজোরাম এবং গোয়া। এর পাশাপাশি ১৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আংশিক লকডাউন জারি করা হয়েছে। এই রাজ্য গুলি হল— জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তরাখন্ড, অরুনাচল প্রদেশ, সিকিম, মেঘালয়, নাগাল্যান্ড, অসম, মনিপুর, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং গুজরাট।

 

Related Articles

Back to top button
error: