HighlightNewsরাজ্য

আপাতত চলতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, রায় হাইকোর্টের

টিডিএন বাংলা ডেস্ক: দিন দশেক আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তা এদিন তুলে নিল বিচারপতির সৌমেনের ডিভিশন বেঞ্চ। এর আগে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গেল বেঞ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশ জারি করেছিল। বলা হয়েছিল মেধাতালিকা অস্বচ্ছতা থাকায় তা বাতিল করা হয়েছে। সিঙ্গল বেঞ্চের সেই আদেশ তুলে নিল ডিভিশন বেঞ্চ। ভোটের আগে প্রাথমিক শিক্ষকদের মুখে হাসি ফুটিয়ে আপাতত নিয়োগ প্রক্রিয়া চলতে পারে বলেই জানিয়েছে হাইকোর্ট। পাশাপাশি বলা হয়েছে মেধা তালিকা স্টেট বোর্ড অফিস, কাউন্সিল অফিস এবং ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর অফিসে প্রকাশ করতে হবে। জাতি প্রাথমিক শিক্ষকের চাকরি প্রার্থীরা নিজেদের নাম প্রাপ্ত নম্বর দেখতে পান।

প্রসঙ্গত, দিন দশেক আগেই ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে চার সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সম্প্রতি ১৬,৫০০ শিক্ষক পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিল প্রাথমিক শিক্ষা সংসদ।সেই প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ নিয়ে এবং নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন একদল চাকরিপ্রার্থী। এরপর এই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গেল বেঞ্চ প্রাথমিক শিক্ষা সংসদের কাছে জানতে চেয়েছিল, কেন চাকরি প্রার্থীদের মেধাতালিকা প্রকাশ করা সম্ভব হয়নি। এর উত্তরে প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছিল, সংশ্লিষ্ট ক্ষেত্রে সাইবারক্রাইমের মতো ঘটনা ঘটার কারণে মেধাতালিকা প্রকাশ করা হয়নি।

Related Articles

Back to top button
error: