রাজ্য

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন সিপিএম নেতা আইনুল হক

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: ফের তৃণমূলে যোগদানের ঢল। বুধবার দলের মহাসচিব পতাকা তুলে দেন আইনুল হক সহ অন্যান্য তৃণমূলে যোগদানকারীদের হাতে। পূর্ব বর্ধমানে এক সময়ের দাপুটে সিপিএম নেতা আইনুল হক ২০১৯ সালের মার্চে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বুধবার তাঁর হাতে ঘাসফুল পতাকা তুলে দেন পার্থ চ্যাটার্জি। পাশাপাশি এদিনই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন ডাক্তার কৌশিক চাকি, ডাক্তার রেজাউল করিম এবং সুন্দর পাসোয়ান।

বিজেপির রাজনীতির প্রতিরোধ করতে জোট বাঁধার ডাক দিয়েছিলেন মমতা ব্যানার্জি। ২১ জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে আহ্বান জানিয়েছিলেন, যাঁরা তৃণমূলের পতাকা তুলে ধরে বিজেপির রাজনীতির মোকাবিলা করতে চান, তাঁদের দলে ফেরার। সেই আহ্বানের পর যেন তৃণমূলে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে। লোকসভা ভোটে রাজ্যের যে এলাকাগুলোতে তৃণমূলের ফল খারাপ হয়েছিল, সেখান থেকে অন্য দল ছেড়ে দলে দলে নেতা কর্মীরা আসছেন তৃণমূলে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বিজেপি-সিপিএম-কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান অব্যাহত।

Related Articles

Back to top button
error: