টিডিএন বাংলা ডেস্ক: গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। শুক্রবার সকালে এক প্রচার সভায় বক্তব্য দেওয়ার সময় আততায়ীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাণ হারালেন শিনজো আবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, পশ্চিম জাপান অঞ্চলে শুক্রবার সকাল ১১.৩০ মিনিটে অর্থাত্ ভারতীয় সময় সকাল ৮.২৯ মিনিটে এই ঘটনা ঘটে। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা জাপান। সমবেদনা জানিয়েছে বিশ্ব নেতারা।
জানা গিয়েছে, টেটসুয়া ইয়ামাগামী নামে ৪১ বছরের প্রাক্তন নৌসেনা কর্মী শিনজো আবেকে লক্ষ্য করে গুলি চালায়। প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো জানান, আক্রমণকারীকে গ্রেফতার করা হয়েছে। জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য প্রধানমন্ত্রী ছিলেন তিনি। প্রথমে ২০০৬ থেকে ২০০৭, পরে ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন আবে।