HighlightNewsরাজ্য

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী

টিডিএন বাংলা ডেস্ক: প্রয়াত রাজ্যের প্রাক্তণ মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। রাজ্যের কারিগরী শিক্ষা, বিজ্ঞান ও জৈবপ্রযুক্তি দফতরের মন্ত্রী ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। চিকিৎসাধীন ছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই মঙ্গলবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর পৌঁছতেই বর্ধমানে শোকের ছায়া নেমে আসে।
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে হাসাপাতালে যান বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস। ওই কেন্দ্র থেকেই বিধায়ক নির্বাচিত হয়ে রাজ্যের মন্ত্রীর হয়েছিলেন রবিরঞ্জনবাবু।
রবিরঞ্জন চট্টোপাধ্যায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপানা করেছেন। পরে তৃণমূল তাঁকে প্রার্থী করে বর্ধমান দক্ষিণ কেন্দ্র থেকে। ২০১১ ও ২০১৬ সালে বর্ধমান দক্ষিণ থেকে টানা দু’বার বিধায়ক নির্বাচিত হন প্রবীণ এই রাজনীতিবিদ। পাশাপাশি তিনি বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানও।

Related Articles

Back to top button
error: