করোনায় আক্রান্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, ভর্তি দিল্লির এইমস হাসপাতালে

Screenshot taken from Manmohon Singh's Twitter page

টিডিএন বাংলা ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বেশ কিছুদিন ধরেই তাঁর শরীরে জ্বর থাকায় তিনি করোনা পরীক্ষা করেন। সোমবার সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর এদিন বিকেলেই দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বা এইমস হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করানো হয় তাঁকে। বিভিন্ন সংবাদমাধ্যমে পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত স্থিতিশীল রয়েছেন তিনি। তবে তাঁর বয়শ যেহেতু ৮৮ তাই সবসময় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

প্রসঙ্গত, গত ৪ মার্চ এইমস হাসপাতালে করোনার প্রথম ডোজ নিয়েছিলেন মনমোহন সিং। এরপর একমাস পর তাঁর করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিল। তবে তার আগেই করোনায় আক্রান্ত হন মনমোহন সিং।