Highlightদেশ

বিগত ২৫বছর ধরে রমজানের আখিরি জুম্মাতে রোজা রাখেন, জানালেন সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি মার্কন্ডেয় কাটজু

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা,কলকাতা: চলছে রমজান মাস। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমদের কাছে খুব মহত্বপূর্ণ মাস হল এই রজমান মাস। আর এই মাসের শেষ জুম্মাবার বা আলবিদা জুম্মার গুরুত্ব আরও বেশি। এবার আলবিদা জুম্মার দিনে অর্থাৎ রমজানের শেষ শুক্রবারে রোজা রেখে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু। তিনি তার টুইটারে শুক্রবার যে রোজা রাখবেন সে কথা জানিয়েছিলেন। সমস্ত মুসলিম ভাই বোনদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধায় বিগত ২৫ বছর ধরে রমজানের শেষ শুক্রবার নিয়ম মেনে রোজা রাখেন তিনি একথা টুইটে উল্লেখ করেন। শুধু নিজের রোজা রাখা নয়, দেশের বাকি সকল সম্প্রদায়ের মানুষকেও তিনি এগিয়ে আসার আবেদন জানান এই পবিত্র দিনে রোজা পালনের জন্য। সঙ্গে রোজার বিশেষ দুই নিয়ম সেহেরি ও ইফতারের সময় উল্লেখ করে দেন তার বার্তায়।

https://twitter.com/mkatju/status/1390172216571011072?s=20

সোশ্যাল মিডিয়ায় এই পোস্টের পর পক্ষে বিপক্ষের নানা রকমের আলোচনা শুরু হয়েছে কিন্তু অনেকেই বলছেন সম্প্রীতি রক্ষায় তাঁর এই উদ্যোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ।

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাহিত্যিক ও বুদ্ধিজীবী মুহাম্মদ নুরুদ্দিন টিডিএন বাংলাকে জানান, ” ধর্ম মানুষের মধ্যে ভেদাভেদ শেখায় না। রোজাও সকল মানুষের জন্য। মহান স্রষ্টা বলেন। হে! বিশ্বাসীগন তোমাদের উপর রোজা বাধ্যতামূলক করা হয়েছে যেমন পূর্ববর্তী জাতি গুলির উপর বাধ্যতামূলক করা হয়েছিল।” অর্থাৎ রোজা সকল মানুষের জন্য। মহামান্য বিচারপতি কাটজু নিজে রোজা রেখে যে উদারতা ও সম্প্রীতির বার্তা দিয়েছেন তা বর্তমান সময়ের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। আমি এজন্য কাটজু সাহেবকে অভিনন্দন জানাই।”

মুসলিমদের সঙ্গে একটা দিন রোজা রেখে তাদের প্রতি সৌহার্দ্য ও সহমর্মিতার পরিচয় দেওয়া যেতে পারে বলে বিচারপতি কাটজু মনে করেন। তার মতে, এখন সমাজে সাম্প্রদায়িকতার বিষ ঢালার জোর চেষ্টা চলছে। তাই একদিন রোযা রাখার নজির রেখে সম্প্রীতির বার্তা দিক অ- মুসলিমরা। তিনি বলেন, একদিন রোযা পালন করলে কোনও হিন্দু মুসলিম হয়ে যাবেনা। তবে রমযানের শেষ শুক্রবার। আলবিদা জুম্মার নামাযের গুরুত্ব আরও বেশি। প্রাক্তন বিচারপতি কাটজু সুপ্রিম কোর্টের দায়িত্ব পালনের আগে মাদ্রাজ হাইকোর্টের ও দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে আসীন ছিলেন। বিচারপতি কাটজু বর্তমানে একটি সামাজিক সংগঠন কায়েম করে দেশে সম্প্রীতি বৃদ্ধির কাজ করে যাচ্ছেন।

https://www.facebook.com/justicekatju/posts/5722333704473795

 

আমাদের সমস্ত খবর আপনার মোবাইলে পেতে যোগ দিন হোয়াটসঅ্যাপে গ্রুপে
লিঙ্ক-
https://chat.whatsapp.com/BrSWcr9WSTpEz2WlCVkpBu

Related Articles

Back to top button
error: