HighlightNewsখেলাদেশ

প্রাক্তন ডব্লিউএফআই সভাপতি ব্রিজ ভূষণকে আদালতে হাজির হওয়ার নির্দেশ, সচিব বিনোদকেও তলব

টিডিএন বাংলা ডেস্কঃ ভারতের রেসলিং ফেডারেশনের (ডব্লিউএফআই) প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণের বিরুদ্ধে শুক্রবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে ৬ প্রাপ্তবয়স্ক কুস্তিগীরের যৌন নির্যাতনের মামলার শুনানি হয়। আদালত ব্রিজভূষণ শরণ সিং ও তাঁর সচিব বিনোদ তোমরকে তলব করেছে। এ বিষয়ে আদালত সমন জারি করে উভয়কে ১৮ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

এর আগে, গত ১ জুলাই এই মামলার শুনানি হয়। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত যৌন হয়রানির মামলায় দায়ের করা চার্জশিটটি বিবেচনা করার জন্য ৭ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছিল।

গত মঙ্গলবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে নাবালিকা কুস্তিগীরের বিবৃতিতে ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দায়ের করা মামলার ক্লোজার রিপোর্ট পেশ করা হয়। বাতিল রিপোর্ট নিয়ে আলোচনার পর আদালত নাবালিকা কুস্তিগীর ও তাঁর বাবাকে বিবৃতি পরিবর্তনের জন্য নোটিশ জারি করে এবং বিবৃতি পরিবর্তনের কারণ জানতে চায়। আগামী ১ আগস্টের মধ্যে জবাব চেয়েছে আদালত ।

Related Articles

Back to top button
error: