আমেরিকার টেক্সাসে মৃত ৪০ অভিবাসী, মেক্সিকো সীমান্তের কাছে ট্রাকের মধ্যে মিলল মৃতদেহ

টিডিএন বাংলা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ৪০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। টেক্সাসের সান আন্তোনিও শহরে নিহতদের মৃতদেহ পাওয়া গেছে। অবৈধভাবে ১৮ চাকার একটি ট্রাকে ভরে সীমান্ত পাড়ি দেওয়া হচ্ছিল। সান আন্তোনিও শহরটি টেক্সাস-মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কিভাবে ওই ব্যাক্তিরা মারা যান তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় পুলিশও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এই মৃত্যুর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। অ্যাবট বলেন, সীমান্ত নীতির কারণেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে।