টিডিএন বাংলা ডেস্ক: শীতের সকালে মুর্শিদাবাদে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন চারজন। জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরো পাঁচজন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকাল সকাল পিকনিকের উদ্দেশ্যে রানাঘাট থেকে একটি পিকআপ ভ্যানে হাজারদুয়ারীর পথে যাচ্ছিল।
সেসময় বেলডাঙার দিক থেকে জাতীয় সড়ক হয়ে নদীয়ার দিকেই যাচ্ছিল একটি লরি। পিকআপ গাড়িটি এক জায়গায় দাঁড়ালে হঠাতই পিছন থেকে ধাক্কা মারে লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।