আপ সরকার গঠনের পর গুজরাটে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের গ্যারান্টি, ঘোষণা করলেন কেজরিওয়াল

টিডিএন বাংলা ডেস্ক: সামনেই গুজরাট বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে মাথায় রেখে এবার বড়সড় ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার গুজরাটে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করেন কেজরিওয়াল। তিনি বলেন, ১ জুলাই থেকে আমরা পাঞ্জাবে বিদ্যুৎ বিনামূল্যে করেছি, মানুষ চায় গুজরাটেও বিদ্যুৎ বিনামূল্যে হোক। দিল্লি ও পাঞ্জাবে আমরা যা করেছি, গুজরাটেও তাই করব। আপ সরকার গঠনের পর, তিন মাসের মধ্যে, গুজরাটে প্রতিটি পরিবারের জন্য ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে।