জুন পর্যন্ত ফ্রি রেশন, দুয়ারে দুয়ারে, বাংলার সরকার: ঘোষণা মুখ্যমন্ত্রীর

টিডিএন বাংলা ডেস্ক: আগামী বছরের জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশনের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি “দুয়ারে দুয়ারে বাংলার সরকার” শীর্ষক একটি নতুন স্কীমেরও ঘোষণা দিলেন তিনি। আগামীদিনে বাংলার প্রতিটা ঘরে ঘরে সরকারের সমস্ত প্রকল্প পৌঁছে দিতেই মূলত এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ” আগামী ১ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি অবধি বাংলার প্রতি ব্লকে ব্লকে এই প্রকল্পের ক্যাম্প চলবে। সকাল ১১টা থেকে বিকেল ৩ টে অবধি চলবে এই ক্যাম্প।”