“ভোট এসে গেছে বলে দুয়ারে সরকার,পাড়ায় সমাধান”; শাসক দল তৃণমূলকে কটাক্ষ রাজীব বন্দ্যোপাধ্যায়ের

ছবি সৌজন্যে বিজেপি ফর ওয়েস্টবেঙ্গলের ফেসবুক পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: সল্টলেকে লাগাতার ধরনায় বসে থাকা পার্শ্বশিক্ষকদের সভা থেকে শাসকদল তৃণমূল কে আক্রমণ করে রাজীব বন্দ্যোপাধ্যায় এদিন বলেন,”ভোট এসে গেছে বলে দুয়ারে সরকার, পাড়ায় সমাধান। পায়ের তলায় মাটি নেই, বুঝতে পেরে গেছেন। বাজেটের আকারে নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যাঁর আত্মসম্মান বোধ আছে তৃণমূলে তাঁদের দমবন্ধ হবেই। যে ধরণের ভাষা ব্যবহার করা হচ্ছে সেটা কি বাংলার সংস্কৃতি। জোড়াবাগানের ঘটনার পর বলা যায় যে মেয়েরা সুরক্ষিত? কেন্দ্রের সাহায্য ছাড়া কোনও রাজ্য উন্নয়ন করতে পারে না। মানুষের উন্নয়নের স্বার্থে ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন। কিষাণ সম্মান নিধি না দেওয়ায় বাংলার কৃষকরা বঞ্চিত হচ্ছেন।”