HighlightNewsরাজ্য

স্বাস্থ্যসাথী প্রকল্পেও বসছে জিএসটি! প্রায় ১২৫ কোটি খরচ বৃদ্ধির আশঙ্কা রাজ্যের

টিডিএন বাংলা ডেস্ক: এমনিতেই এই বছর স্বাস্থ্যসাথী প্রকল্পে আনুমানিক ২৫০০ কোটি টাকা খরচ হতে পারে বলে মনে করছে রাজ্য সরকার। তার উপরে এবার স্বাস্থ্য পরিষেবায়ও জিএসটি লাগু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। একে ২৫০০ কোটি টাকার এক বিপুল বোঝা। তার উপরে জিএসটি-র জন্য টাকা গুনতে হলে রাজ্য সরকারের খরচ আরও ১২০-১২৫ কোটি টাকা বৃদ্ধি পেতে পারে। কিন্তু রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতিতে এই অতিরিক্ত খরচের বোঝা কীভাবে চালানো হবে তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছে রাজ্য প্রশাসন।

প্রসঙ্গত, জিএসটি কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, আইসিইউ ছাড়া পাঁচ হাজার টাকার বেশি কেবিন ভাড়ার উপরে ৫% এবং মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় ১২% জিএসটি বসানো হবে। অপরিবর্তিত রাখা হয়েছে বিমার প্রিমিয়ামের উপরে জিএসটি-র ১৮% হারও। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বলেন, “এ-সবের ফলে মানুষের উপরে বোঝা চাপবে, সন্দেহ নেই। আমরা তাই প্রথম থেকেই বরাবর নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এবং চিকিৎসা ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপের বিরোধিতা করে এসেছি।”

Related Articles

Back to top button
error: