HighlightNewsদেশ

হম্বিতম্বিই সার, NRC প্রয়োগ বিশবাঁও জলে

টিডিএন বাংলা ডেস্ক : সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) রুলস তৈরির সময়সীমা বারবার পিছিয়ে যাচ্ছে। আর এবার সম্ভবত চিরতরে বিদায়ঘণ্টাই বাজছে এনআরসির। স্বরাষ্ট্র মন্ত্রকের জন্য বরাদ্দ হওয়া বাজেটে এনআরসি নিয়ে কোনও উচ্চবাচ্য নেই। নেই অর্থ বরাদ্দও।

এপ্রিল থেকেই পুরোদমে শুরু হয়ে যাবে জনগণনার প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ। সেপ্টেম্বর মাসের মধ্যেই সেন্সাসের মূল পর্ব শেষের টার্গেট। বাজেটে তার জন্য বরাদ্দ হলেও এনআরসি নিয়ে মোদি সরকারের মুখে কুলুপ। সংসদে প্রশ্নোত্তর পর্বে সংশ্লিষ্ট মন্ত্রক একাধিকবার জানিয়েছে, এনআরসি নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র।

এবার বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রকের ডিমান্ড ফর গ্র্যান্টস থেকে স্পষ্ট, এনআরসি নিয়ে আর অগ্রসর হতে নারাজ কেন্দ্র। এই খাতে অর্থ বরাদ্দই হয়নি। সামগ্রিকভাবে সেন্সাস খাতে বরাদ্দ করা হয়েছে ৩,৬০০ কোটি টাকা। ২০২০ সালের এপ্রিল থেকে জনগণনার প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি। ২০২১ সালের মার্চ মাসে সেন্সাসের পূর্ণাঙ্গ পরিসংখ্যান ঘোষণার বিষয়টি নির্ধারিত হয়েছিল। কিন্তু গত ডিসেম্বর পর্যন্ত শুমারির প্রাথমিক কাজই করা যায়নি। চলতি বছরে তা শুরু হবে বলে আশাবাদী সরকার।

Related Articles

Back to top button
error: