টিডিএন বাংলা ডেস্ক : ইউক্রেনে হামলার আশঙ্কা বাড়ছে। শনিবার হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয় রাশিয়ায়। রাশিয়ার দাবি, এটি পরিকল্পিত মহড়া। তবে তাদের এই মহড়াকে ইউক্রেন ও আমেরিকার উদ্দেশে সতর্কবার্তা বলে মনে করা হচ্ছে।
রাশিয়া অবশ্য শুরু থেকেই দাবি করছে, ইউক্রেন হামলার কোনও পরিকল্পনা নেই। পশ্চিমি দেশের কাছে মস্কোর দাবি, ইউক্রেন যাতে ন্যাটোতে যোগ না দেয়। আর পূর্ব ইউরোপ থেকে বাহিনী সরিয়ে নিক ন্যাটো। সেই দাবি মানতে নারাজ ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলি। বিশেষজ্ঞদের ধারণা, পূর্ব ইউরোপে ন্যাটোর উপস্থিতি আটকাতেই ইউক্রেন দখল করতে মরিয়া পুতিনের দেশ। ২০১৪ সালে ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করে ক্রাইমিয়া দখল করে রাশিয়া। এবারও ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের অতি সক্রিয়তা সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। রুশ মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদীরা পূর্ব ইউক্রেনের যে অংশ দখল করে রেখেছে, সেখানকার স্থানীয়দের মস্কো নিয়ে যেতে শুরু করেছে তারা।
ইউক্রেনের দাবি, সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পূর্ব ইউক্রেনে অশান্তি করছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। সেখানে শেলবর্ষণ, বোমাবাজি চলছে। তাতে নিহত এক ইউক্রেনীয় সেনা। ইউক্রেনের দাবি, রাশিয়ার ইন্ধনেই পূর্ব ইউক্রেনে এমনটা শুরু করেছে বিচ্ছিন্নতাবাদীরা।