HighlightNewsদেশ

মথুরার ‘সফেদ ভবন’ হিন্দুদের হাতে তুলে দিন, মুসলিমদের কাছে আবদার যোগীর মন্ত্রীর

টিডিএন বাংলা ডেস্ক : ধর্ম নিয়ে রাজনীতি বিজেপি তাদের হলমার্ক বানিয়ে সেই বহু কাল আগে থেকেই। প্রাচীন মুসলিম সৌধগুলিকে হিন্দুদের বলে দাবি কারকে তারা একপ্রকার ‘রুটিন’ আবদার করে ফেলেছে। ভোট যদি সামনে আসে তাহলে এমন অন্যায় দাবিকে তারা উচ্চকন্ঠে প্রচার করে বিদ্বেষী ভোট বাড়াতে চায়। সামনে ইউপি ভোট। তাই এবার সফেদ ভবনকে হিন্দুদের হাতে তুলে দেওয়ার অন্যায় আবদার করলেন উত্তরপ্রদেশের মন্ত্রী আনন্দ স্বরূপ শুক্লা। তিনি বলেন শ্রীকৃষ্ণ জন্মভূমি মথুরাতে সফেদ ভবন যেন হিন্দুদের হাতে তুলে দেন মুসলিমরা।

‘আস্থায়’ ভর করে যেভাবে বাবরি রায় হয়েছিল, সেটাকেই অধিকার মনে করছেন গেরুয়া সমর্থক ও রাজনীতিবিদদের একাংশ। ইউপি ভোটের আগে কাশি এবং মথুরায় মুসলিমদের ঐতিহ্যবাহী নির্মানকাঠামোগুলিকে নিজেদের বলে দাবি করে আসলে নির্বাচনী ইস্যু তৈরী করা হচ্ছে। এমনটাই অভিযোগ অনেকের। যোগীর মন্ত্রীর দাবি, ‘কাশি মথুরার সফেদ ভবনগুলি আসলে হিন্দুদের ভাবাবেগে আঘাত কর।’

এই মন্ত্রী আস্ফালনের সঙ্গে বলেন, ‘মথুরার যে নির্মাণ কাঠামো হিন্দুদের ভাবাবেগ আঘাত করে কোর্টের রায়ের পর সেসব নির্মাণ কাঠামো আর থাকবে না। ড. রাম মনোহর লোহিয়া বলেছিলেন, ভারতের মুসলিমদের একথা বিশ্বাস করতে হবে যে রাম এবং কৃষ্ণ আসলে আমাদের পূর্বপুরুষ। আর বাবর, আকবর এবং ঔরংজেবরা ছিলেন আক্রমণকারী।

যোগীর মন্ত্রী আরও বলেন,’ মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমি চত্বরে যে সফেদ ভবন রয়েছে, মুসলিমদের উচিত নিজে থেকেই উদ্যোগী হয়ে তা হিন্দুদের হাতে তুলে দেওয়া।একসময় এই কাজ সম্পন্ন হবেই।’অযোধ্যায় বাবরির ধ্বংস করে সেই জায়গায় রামমন্দির নির্মাণের প্রসঙ্গ উস্কে মন্ত্রী বলেন, ‘রামলালার ওপর যে দাগ লেগেছিল’ তা করসেবকরা ঘুচিয়ে দিয়েছেন। এখন সেখানে বিরাট মন্দির হচ্ছে।

শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রিজভি প্রসঙ্গে মন্ত্রী আনন্দ স্বরূপ শুক্লা বলেন, রিজভি ‘সনাতন ধর্ম’ গ্রহণ করেছেন। মুসলিমদের উচিত রিজভিকে অনুসরণ করে ‘ঘর ওয়াপসি’ করা। এসব বলতে গিয়ে এই বিজেপি নেতা আরএসএসের পুরোনো কাসুন্দি ঘেটেছেন। তিনি বলেছেন, এই দেশের সব মুসলিমই ধর্মান্তরিত। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে ২০০-২৫০ বছর আগে বহু হিন্দু নিজেদের ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছিল। এখন আমরা আবার তাদের ফিরিয়ে আনব। ভারতের প্রধান সংস্কৃতি হল হিন্দুত্ব এবং ভারতীয়ত্ব।’ রিজভীর প্রশংসা করে মন্ত্রী বলেন, এটি ‘সাহসী পদক্ষেপ।’
সংবাদ সূত্র- কলম পত্রিকা

Related Articles

Back to top button
error: