ক্ষমতা হস্তান্তর প্রাক্কালে ফের ট্রাম্প সমর্থকদের হাঙ্গামা, উত্তাল ওয়াশিংটন ডিসি

টিডিএন বাংলা ডেস্ক: ক্ষমতা হস্তান্তর প্রাক্কালে ফের ট্রাম্প সমর্থকদের হাঙ্গামা। উত্তাল হয়ে উঠলো ওয়াশিংটন ডিসি। বৃহস্পতিবার নির্বাচনে জয়ের শংসাপত্র পাওয়ার আগেই বুধবার মার্কিন কংগ্রেসের ক্যাপিটাল বিল্ডিংয়ে হামলা করেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। রণক্ষেত্র হয়ে উঠে এলাকা। বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাধে পুলিশের। শেষ খবর অনুযায়ী, এখনও পর্যন্ত চার জনের মৃত্যু ও আরো বেশ কয়েকজন জখম হয়েছেন।
ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে প্রায় অর্ধ শতাধিক বিক্ষোভকারীকে।