HighlightNewsদেশ

হরিদ্বারের বিদ্বেষী ভাষণ, সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত পদক্ষেপ চেয়ে আইনজীবীদের চিঠি

টিডিএন বাংলা ডেস্ক : হরিদ্বারের ধর্ম সংসদে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষী ভাষণ দেওয়ার মামলায় অবিলম্বে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত পদক্ষেপ চাইলেন আইনজীবীরা। সুপ্রিম কোর্টের ৭৬ জন বিশিষ্ট আইনজীবী ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানা’কে চিঠি লিখে এই আবেদন জানিয়েছেন। কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন কয়েকদিন আগেই দু’টি অনুষ্ঠানে প্রকাশ্যে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষী হিংসাত্মক ভাষণ দেন। আইনজীবীদের দাবি এই বিষয়ে সুপ্রিম কোর্ট যেন দ্রুত আইনত ব্যবস্থা নেয়।

আইনজীবীরা প্রধান বিচারপতি এন ভি রামানার কাছে দাবি করেছেন সুপ্রিম কোর্ট যেন এই দু’টি মামলায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা করে। আইনজীবীদের বক্তব্য ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ১২১এ, ১২৪এ, ১৫৩এ, ১৫৩বি, ২৯৫এ এবং ২৯৮ ধারায় উক্ত অনুষ্ঠানগুলির আয়োজক এবং বক্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে দেশের শীর্ষ আদালত। ওই আইনজীবীদের আরও দাবি- এই ধরনের বিপজ্জনক ঘৃণা ছড়ানোর প্রয়াস এবং আপত্তিমূলক হিংসার আহ্বান এর আগেও বহুবার ঘটেছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এই চিঠিতে নাম উল্লেখ করে কয়েক জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে। এরা হলেন- সাগর সিধু মহারাজ, ইয়েতি নরসিংহানন্দ সরস্বতী, অশ্বিনী উপাধ্যায়, সুরেশ চহ্বানকে, প্রেমানন্দ মহারাজ, সাধ্বী অন্নপূর্ণা, স্বামী আনন্দ স্বরুপ, স্বামী প্রবোধানন্দ গিরি, ধর্মদাস মহারাজ।

প্রধান বিচারপতি এন ভি রামানা’কে লেখা চিঠিতে স্বাক্ষর করা আইনজীবীদের মধ্যে অন্যতম হলেন- পটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও আইনজীবী অঞ্জনা প্রকাশ, মুহাম্মদ নিজামুদ্দিন পাশা, দুষ্মন্ত দাভে, অনুজ প্রকাশ, সোমনা খান্না, সলমন খুরশিদ, অমিত যোশেফ, অমিত তেওয়ারি, সূর্যপ্রকাশ, প্রশান্ত ভূষণ, কুমারেশ ত্রিবেদী, রউফ রহিম প্রমুখ।

উল্লেখ্য যে, ১৭ ডিসেম্বর দিল্লিতে ধর্ম সংসদে আয়োজন করে হিন্দু যুব বাহিনী এবং ইয়েতি নরসিংহানন্দ সরস্বতী হরিদ্বারে গত ১৯ ডিসেম্বর অপর একটি ধর্ম সংসদের আয়োজন করে। আইনজীবীরা তাদের চিঠিতে প্রধান বিচারপতি এনভি রামানা’কে আবেদন জানিয়ে বলেছেন- এই দু’টি অনুষ্ঠানেই প্রকাশ্যে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং হিংসার আহ্বান করা হয়েছে।

Related Articles

Back to top button
error: