টিডিএন বাংলা ডেস্ক: অতি বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত, বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী পাকিস্তানও। প্রবল বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে পাকিস্থানেও। জলমগ্ন হয়ে পড়েছে বাড়িঘর, রাস্তাঘাট। এই দুর্যোগের কারণে এখনও পর্যন্ত এক মাসের কম সময়ের মধ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৪৭ জন।
পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, মৃত ব্যক্তিদের মধ্যে ৮৮ জন নারী ও শিশু। ভারী বৃষ্টিপাতের কারণে বিধ্বস্ত হয়েছে দেশ। বিঘ্নিত হচ্ছে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থা।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এক্ষেত্রে সবচেয়ে সংকটজনক অবস্থা বন্দর নগরী করাচির। করাচির আশপাশের এলাকাগুলো পানির নীচে চলে গিয়েছে। সেখানে অনেক বাসিন্দাকে নৌকা ব্যবহার করতেও দেখা গিয়েছে। বিপর্যয়কর পরিস্থিতির শিকার বেলুচিস্তান প্রদেশও। এ পর্যন্ত সেখানে ৬৩ জন মারা গিয়েছে। এছাড়া সিন্ধু প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সূত্রে খবর, সেখানে বৃষ্টিসংশ্লিষ্ট কারণে মারা গেছেন ২৬ জন। বিভিন্ন স্থানে আঁটকে পড়া লোকজনকে উদ্ধার করতে নামানো হয়েছে আধাসামরিক বাহিনী।