Highlightদেশ

দরংয়ের ঘটনায় হিমন্তর পদত্যাগ দাবি

টিডিএন বাংলা ডেস্ক : অসমের দরং জেলার ঢোলপুর গ্রামে উচ্ছেদ অভিযানে মারা যান দুজন। ঘটনার প্রতিবাদে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পদত্যাগ দাবি করল সারা ভারত কিষান সভা। সংগঠনের সাধারণ সম্পাদক হান্নান মোল্লা বলেন, ”মুখ্যমন্ত্রী আবার রাজ্যের স্বরাষ্ট্র দফতরও সামলান। তিনি রাজ্যবাসীকে সুরক্ষা, নিরাপত্তা দিতে ব্যর্থ। অবিলম্বে তাঁর পদত্যাগ দাবি করছি।”

তিনি আরও বলেন, দরংয়ের ঘটনার পর বিশ্বশর্মা যেভাবে সোশ্যাল মিডিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন, তা নিন্দনীয়।’ একইসঙ্গে মৃতদের পরিবারের সদস্যকে চাকরি ও ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেন হান্নান মোল্লা ও সারা ভারত কিষান সভার সভাপতি অশোক ধাওয়ালে। গুরুতর আহতদের পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। হান্নান মোল্লা অবশ্য জানিয়েছেন, সিদ্ধান্ত নেওয়া হয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহে সাংসদ, বিধায়ক, কৃষক নেতৃত্বের প্রতিনিধিদল অসম যাবেন। সেখানে মৃত এবং আহতদের পরিবারের সঙ্গে কথা বলবেন। হাইকোর্টের বিচারপতিদের দিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানানো হয়।

Related Articles

Back to top button
error: