টিডিএন বাংলা ডেস্ক: প্রাকৃতিক বিপর্যয়ে কারণে মারাত্মক ভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছে উত্তর ভারতের পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশ। সরকারি হিসাবে অতিরিক্ত বৃষ্টিপাত ভূমিধ্বস সড়ক দুর্ঘটনা সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে কারণে এই রাজ্যটিতে এখনও পর্যন্ত নিহত হয়েছেন কমপক্ষে ২২৪ জন মানুষ। আহত হয়েছেন অসংখ্য বাসিন্দা। পূর্বেই ‘প্রাকৃতিক বিপর্যয় আক্রান্ত এলাকা’ হিসেবে এই রাজ্যটিকে ঘোষণা করা হয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়ে কারণে মানুষের সাধারণ জীবন যাপন চরম ভাবে ব্যাহত হচ্ছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে এই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সাধারণ জনতা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে সারা রাজ্যে মোট ১১৩ স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। ২৪ জুন থেকে হিমাচলের মোট আর্থিক ক্ষতি ৮০১৪.৬১ কোটি টাকার। মোট ২০২২টি বাড়ি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৯৬১৬টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে যোশীমঠ এলাকা। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বহু মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিব মন্দিরের ঘটনায় এখনও পর্যন্ত ১৭টি দেহ উদ্ধার করা হয়েছে। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে মনে করা হচ্ছে। বাকি দেহ উদ্ধারের জন্য সেখানে চেষ্টা চালানো হচ্ছে। মন্দিরে ধস নামার পরেই উদ্ধার কার্য শুরু হয়। তবে লাগাতার বৃষ্টির ফলে উদ্ধারকার্য ব্যহত হয়। এখনও পর্যন্ত সেখানে পুরোপুরি উদ্ধারকার্য সম্পন্ন হয়নি।