HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

এবার বিশ্বভারতীর প্রফেসরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ছাত্রীর, প্রতিবাদে শাস্তির দাবিতে অনশন পড়ুয়াদের

টিডিএন বাংলা ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপের রহস্যময় মৃত্যুর পর এবার একে একে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নির্যাতনের অভিযোগ সামনে আসছে। এবার বিশ্বভারতীতে প্রফেসরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন ওই বিশ্ববিদ্যালয়েরই কিছু ছাত্রী। এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে এবং ওই প্রফেসরের শাস্তির দাবিতে অনশন শুরু করেছে পড়ুয়ারা।

জানা গিয়েছে, অ্যানথ্রোপলজির তিন গবেষক পড়ুয়া ও এক পোস্ট গ্র্যাজুয়েট পড়ুয়া এক প্রফেসরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। সোমবার মুখ বেঁধে চার মহিলা অনশনে বসেন। তাঁদের দাবি সেই ২০২১ সাল থেকে অন্তত ২০বার অভিযোগ জানানো হয়েছে। কিন্তু তারপরেও কর্তৃপক্ষ একেবারে নীরব। ওই অভিযুক্ত প্রফেসরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

Related Articles

Back to top button
error: