HighlightNewsদেশ

সরকার র‍্যাগিং নিয়ন্ত্রণ করতে পারে না রুখতে হবে সিনিয়রদের: ব্রাত্য বসু

টিডিএন বাংলা ডেস্ক: শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ই নয় অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়েই সিনিয়রদের দ্বারা র‍্যাগিং-এর শিকার হন জুনিয়াররা। আর যতই কঠর পদক্ষেপ নেওয়া হোক না কেন এই ভাবে র‍্যাগিং বন্ধ করা যাবে না বলে মনে করছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। স্বপ্নদীপের মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা লাগানোর দাবি তুলেছেন যাদবপুর ইউনিটের তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী রাজন্যা হালদার সহ অনেকেই। কিন্তু ব্রাত্য বসু আগে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছেন।

এই প্রসঙ্গে তিনি বলেন, সরকার বা রাষ্ট্র র‍্যাগিং নিয়ন্ত্রণ করতে পারে না র‍্যাগিংয়ের মতো ঘটনা বন্ধ করতে গেলে সিনিয়র পড়ুয়াদেরই এগিয়ে আসতে হবে। জুনিয়রদের ভালোবাসতে হবে। যখন সিনিয়ার পড়ুয়ারা এই ধরনের উপলব্ধি করবে তখন এই ধরনের ঘটনা আর ঘটবে না বলে মনে করছেন ব্রাত্য বসু।

তিনি আরও বলেন, “বিজেপি যেভাবে গৈরিকীকরণের চেষ্টা করছে সাধারণ মানুষ তা কোনওভাবেই সমর্থন করবে না। আগামী বছর লোকসভাতে তা বোঝা যাবে। সেখানে দেখা গেল হয়তো দিলীপ ঘোষ আর সংসদ থাকবেন না।”

Related Articles

Back to top button
error: