HighlightNewsদেশ

অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন হিমন্ত বিশ্ব শর্মা

টিডিএন বাংলা ডেস্ক: অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন হিমন্ত বিশ্ব শর্মা। অসমের দ্বিতীয় বার ও কংগ্রেসের সরকারের নজির তৈরি করল বিজেপি। ২০২১ নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোটকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য অসমের ক্ষমতায় এসেছে এনডিএ জোট। সোমবার কোভিড বিধি মেনে শ্রীমন্ত শংকরদেব কলা কেন্দ্র শপথ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দুপুর বারোটা নাগাদ ১৩ জন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে অসমের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। প্রথামত, শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীশ মুখী। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং দলের অন্যান্য নেতৃবৃন্দদের পাশাপাশি বিরোধী নেতারাও। করোনা পরিস্থিতির কারণে খুব সাধারণভাবে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

হিমন্ত বিশ্ব শর্মা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল-এর পর রাজ্যের ১৫ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। গতকালই অসম বিজেপির পরিষদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত হন হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপি পরিষদীয় দল ও পরে এনডিএ-র পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর নর্থ ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের কো-অর্ডিনেটর হিমন্ত বিশ্বশর্মার অসমের মুখ্যমন্ত্রী আসীন হওয়ার পথ প্রশ্বস্ত হয়।

Related Articles

Back to top button
error: