নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, বীরভূম: এবার অনুব্রতর গড়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী কুড়ি ডিসেম্বর পশ্চিম বাংলা সফরে আসছেন বিজেপির দেশের অন্যতম সর্বোচ্চ নেতা, তিনি বীরভূম সফরে এসে বোলপুরে আসবেন। সেখানে দলের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া তারাপীঠৈ মা তারার মন্দির যাওয়ার কথা আছে অমিত শাহের।
বীরভূম জেলা বিজেপির দলীয় সূত্রে জানা গিয়েছে আগামী কুড়ি ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বীরভূম সফরে আসছেন। বাংলা দখলের জন্য বিজেপি যে মরিয়া তা তাদের কর্মসূচিতে বুঝিয়ে দিয়েছে। ইতিমধ্যেই এক সপ্তাহ আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় ক্ষেত্র ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবারের বিজেপি সভাপতির কর্মসূচিতে নজিরবিহীন আক্রমণের ঘটনা ঘটে। সেই কর্মসূচিতে যাওয়ার পথে বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্ব তৃণমূলের কর্মী সমর্থকদের হাতে আক্রান্ত হয় বলে অভিযোগ ওঠে। তার রেশ যায় দিল্লিতেও। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকে প্রবল চাপে রাখতে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বাংলা সফলে মত ওয়াকিবহাল মহলের। বিশেষ করে গত লোকসভা নির্বাচনে বহু চর্চিত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের খাসতালুক বীরভূমের এগারটি বিধানসভা ক্ষেত্রের মধ্যে 5 কেন্দ্রে বিজেপির প্রার্থী এগিয়ে ছিল। তাই বিজেপির সর্বোচ্চ নেতৃত্বে চোখে বীরভূমের উর্বর মাটি কে গুরুত্ব দিচ্ছে তারা। বিজেপির সর্বভারতীয় সভাপতি হামলার ঘটনায় রাজনৈতিক ভাবে শাসক দলকে প্রবল চাপে ফেলতে বীরভূমে হাজির হচ্ছেন অমিত শাহ। এদিকে স্বরাষ্টমন্ত্রীর বীরভূম সফরকে সফল করতে ইতোমধ্যে জেলায় হাজির হয়েছেন বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাশ বিজয় বর্গী এবং অনুপম হাজরা। তারা এদিন বোলপুরে দলীয় কর্মসূচিতে জেলার শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। সেখানে প্রাথমিকভাবে ঠিক হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী কে নিয়ে রোড শো হবে বোলপুর শহরে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি উপস্থিত থাকবেন তাদের কর্মসূচিতে এছাড়া তারাপীঠে মা তারার মন্দিরে পুজো দেওয়ার কথা আছে তার।