HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় এগিয়ে হুগলি, পাশের হার বেশি পূর্ব মেদিনীপুরে, সবেতেই পিছিয়ে শহর কলকাতা

আব্দুস সালাম, টিডিএন বাংলা: ৫৭ দিনের প্রতিক্ষার পর অবশেষে আজ বুধবার দুপুর ১২টায় প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সংসদের তরফে প্রকাশ করা হয়েছে ১-১০ তম স্থান অধিকার করা শিক্ষার্থীদের মেধাতালিকা। সেই মেধাতালিকা প্রকাশিত হতেই দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিকে সারা রাজ্যের মধ্যে সমস্ত জেলাকে পিছনে ফেলে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছে হুগলি জেলা। এই জেলা থেকে মোট ১৮ জন পরীক্ষার্থী মেধাতালিকায় প্রথম দশের মধ্যে স্থান করে নিয়েছেন। এই বছর মেধাতালিকায় প্রথম দশের মধ্যে স্থান পেয়েছেন মাত্র ৮৭ জন।

অন্যদিকে, উচ্চ মাধ্যমিকে পাশের হারের ক্ষেত্রে অন্য জেলাগুলিকে হারিয়ে সবার থেকে এগিয়ে আছে পূর্ব মেদিনীপুর জেলা। এই জেলার পাশের হার ৯৫.৭৫ শতাংশ। প্রসঙ্গত, মাধ্যমিকেও পাশের হারে সবার থেকে এগিয়ে ছিল পূর্ব মেদিনীপুর জেলাই।

এই বছর উচ্চ মাধ্যমিকে সারা রাজ্যের মেধাতালিকায় কলকাতা থেকে স্থান পেয়েছেন মাত্র ৩ জন। এছাড়া পাশের শতকরা হারের দিক থেকেও অন্যদের থেকে অনেকটা পিছিয়ে আছে কলকাতা। পাশের হারে গোটা রাজ্যে দশম স্থানে রয়েছে কলকাতা।

উল্লেখ্য যে, মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধাতালিকা বা পাশের হারে কলকাতার পড়ুয়ারা অনেক টাই পিছিয়ে আছে। কিন্তু কেন এই অবস্থা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকই।

Related Articles

Back to top button
error: