নিজস্ব প্রতিবেদক, টিডিএন বাংলা, কলকাতা: ইসরাইলের বিরুদ্ধে ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বুধবার কলকাতায় বিশাল বিক্ষোভ মিছিল করলো বিভিন্ন মানবাধিকার ও গণসংগঠন। এদিন কফি হাউসের সামনে থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলা গিয়ে পৌঁছায়। সেখানে একটি সমাবেশ হয়। ওই বিক্ষোভ সভা থেকে নেতারা ইসরাইলের বিরুদ্ধে বক্তব্য দেন।
এদিনের মিছিল থেকে স্লোগান ওঠে, ‘বর্বর হামলা বন্ধ করতে হবে’, ‘ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন জিন্দাবাদ’, ফ্যাসিবাদি আমেরিকা তোমায় জানাই ধিক্কার’ এবং রাষ্ট্রপুঞ্জে গৃহীত প্রস্তাব অনুযায়ী প্যালেস্টাইনকে আলাদা রাষ্ট্রের মর্যাদা দিতে হবে। মানবাধিকার ও গণআন্দোলনের নেতাদের অভিযোগ, প্যালেস্টাইনে শিশু, নারী, বৃদ্ধদের লাগাতার পরিকল্পিত ভাবে হত্যা করা হচ্ছে। ইসরাইল শুধু ফিলিস্তিন নয় লেবানন, মিশর, সিরিয়া, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ দখল করার জন্য এই হামলা শুরু করেছে বলেও দাবি অনেকের।
প্রতিবাদীদের মূল বক্তব্য, ইজ়রায়েলের হিংস্র কার্যকলাপের নিন্দায় মানুষ পথে নামলেও নরেন্দ্র মোদীর সরকার আক্রান্ত প্যালেস্টাইনবাসীর পক্ষে ভারতের দীর্ঘ দিনের সংহতি বোধের ঐতিহ্যকে ভুলুন্ঠিত করছে। এমনকি, রাষ্ট্রপুঞ্জে পেশ করা যুদ্ধবিরতি প্রস্তাবের পক্ষেও মোদী সরকার সমর্থন জানায়নি। ইজ়রায়েলের পাশাপাশি আমেরিকা এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকারও নিন্দা জানানো হয় এই প্রতিবাদ মিছিল থেকে।