রাজ্য

ঘূর্ণিঝড়ে পরিণত ইয়াস, দীঘা থেকে ৬৩০ কিমি দূরে অবস্থান

টিডিএন বাংলা ডেস্ক: বঙ্গোপসাগরের ওপর গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়াস। দিল্লির মৌসম ভবন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে দীঘা থেকে ৬৩০ কিলোমিটার এবং পারাদ্বীপ থেকে ৫৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে যশ। এই ঘূর্ণিঝড় ক্রমান্বয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আজ রাতের মধ্যেই এই ঘূর্ণিঝড় শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মঙ্গলবার এটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বুধবার সকালে উত্তর বঙ্গোপসাগরে বাংলা-ওড়িশা উপকূলে অবস্থান করবে। বুধবার দুপুরের পর এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে পারাদ্বীপ ও সাগরদ্বীপের মধ্যবর্তী স্থলভাগে। এছাড়া দীঘা থেকে বালেশ্বরের মধ্যে স্থলভাগের ওপরেও আছে পড়ার সম্ভাবনা রয়েছে। স্থলভাগে ঢোকার সময় সর্বোচ্চ গতিবেগ ১৮৫ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ইয়াসের জেরে আজ দিনভর দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। দুপুরের পর থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হবে। তবে আগামীকাল সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। ‌

Related Articles

Back to top button
error: