রাজ্যে মিউকরমাইকোসিসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১২
টিডিএন বাংলা ডেস্ক: রাজ্যে প্রতিদিন বেড়ে চলেছে মিউকরমাইকোসিসে আক্রান্তের সংখ্যা। রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১২। শুধু তাই নয়, আরো পাঁচজন নতুন করে এই ছত্রাকে আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত দুজনের মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে। তবে, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে সংশ্লিষ্টদের মেডিকেল রিপোর্ট যাচাই করে তারপরেই নিশ্চিত করে বলা হবে।
প্রসঙ্গত, সরকারি পরিসংখ্যান অনুসারে গোটা দেশ জুড়ে এই ছত্রাকে আক্রান্ত হয়েছেন প্রায় ৯ হাজার মানুষ। রাজ্যেও প্রতিদিন বেড়ে চলেছে আক্রান্তের পরিসংখ্যান। এই পরিস্থিতিতে মানুষকে সতর্ক করতে গতকাল ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার উপসর্গগুলি উল্লেখ করে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি গাইডলাইন জারি করা হয়েছে। ওই গাইডলাইন অনুযায়ী, চোখ ও নাকে ব্যথা, লাল হয়ে যাওয়া, জ্বর, কাশি, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, রক্তবমি, মানসিক অস্থিরতা হল এই ছত্রাকে আক্রান্ত হওয়ার প্রাথমিক উপসর্গ। এর পাশাপাশি করোনা আক্রান্ত এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাঁদের ক্ষেত্রে প্রাথমিক উপসর্গগুলি হল, সাইনাস, নাক বন্ধ হয়ে যাওয়া, নাক দিয়ে কালচে জল অথবা রক্ত বেরনো, থুতনিতে অথবা মুখের যেকোনও একপাশে ব্যথা, দাঁতে ব্যথা, দাঁত পড়ে যাওয়া, চোয়ালে ও চোখে ব্যথা, এক জিনিস দুটো দেখা। এছাড়া যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে, যারা দীর্ঘদিন ধরে স্টেরয়েড ব্যবহার করছেন, যারা বেশিদিন আইসিইউ-তে থেকেছেন বা কোমর্বিডিটি বা অন্যান্য অসুখ থাকলেও শরীরে বাসা বাঁধতে পারে ব্ল্যাক ফাঙ্গাস।