HighlightNewsদেশ

‘আমিই পূর্ণ সময়ের সভাপতি’, সিডব্লুসি-র বৈঠকে ঘোষণা সোনিয়ার

টিডিএন বাংলা ডেস্ক : ৯ মাস পরে কংগ্রেসের কার্যনির্বাহী বৈঠক। আর সেই বৈঠকে বিদ্রোহী জি-২৩ এর নেতাদের জোর চমক দিলেন সোনিয়া গান্ধি। শনিবার তিনি স্বদর্পে ঘোষণা করলেন, আমিই কংগ্রেসের পূর্ণ সময়ের সভাপতি। সম্প্রতি বর্ষিয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, দলে কোনও পূর্ণ সময়ের সভাপতি নেই। এই ইস্যুতে ক্ষোভপ্রকাশ করে আসছিলেন জি-২৩ এর সদস্যরা। সেই ক্ষোভের আগুনে জল ঢাললেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি। বিক্ষুব্ধ নেতাদের উদ্দেশ্যে রাজীব জায়া বলেন, ”আপনারা অনুমতি দিলে আমি পূর্ণ সময়ের সভানেত্রী হতে পারি। আমি বরাবরই খোলামেলা পরিবেশে বিশ্বাস রেখে এসেছি। তাই, সংবাদমাধ্যম মারফৎ আমার সঙ্গে কথা বলার কী প্রয়োজন?” রাজনৈতিক পর্যবেক্ষকের মতে, আসলে এর মাধ্যমে ঘুরিয়ে বিদ্রোহীদেরই বার্তা দিলেন সোনিয়া।সংবাদমাধ্যমের কাছে প্রায়ই বিক্ষুব্ধরা মন্তব্য করছিলেন। তা যে তিনি ভালোভাবে নেননি, তা এদিনের মন্তব্যেই পরিষ্কার। সোনিয়া আরও বলেন, ”সমগ্র সংগঠনই কংগ্রেসের প্রত্যাবর্তন চায়। কিন্তু এর জন্য দলগত ঐক্য থাকা প্রয়োজন। দলের প্রয়োজনীয়তাকেই সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। সবচেয়ে বড় কথা, এর জন্য দরকার আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলা।”
উল্লেখ্য, কংগ্রেস সভাপতি বেছে নেওয়ার জন্য নির্বাচন হবে আগামী বছর সেপ্টেম্বরে। ততদিন পর্যন্ত সভাপতির দায়িত্ব সামলাবেন সোনিয়া গান্ধিই। ২০২২-এ পাঞ্জাব, গুজরাত, উত্তরপ্রদেশ ও গোয়ায় বিধানসভা নির্বাচনে রয়েছে। সে দিকেই আপাতত ফোকাস করতে চাইছে কংগ্রেস। এই পরিস্থিতিতে সাংগঠনিক নির্বাচনকে তেমন গুরুত্ব দিতে চাইছে না শতাব্দী প্রাচীন এই দলটি। এদিন বৈঠকে কৃষক আন্দোলন সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী জোটের নেতৃত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন সোনিয়া।

Related Articles

Back to top button
error: