HighlightNewsদেশ

অবসর নেব বলিনি; ভোট মিটতেই সুর পাল্টালেন নীতিশ কুমার

টিডিএন বাংলা ডেস্ক: বিহার নির্বাচনের শেষ পর্যায়ের নিবাচনের আগে প্রচার সভা থেকে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছিলেন এটাই তাঁর শেষ নির্বাচন। এবার ভোট মিটতেই ভল পাল্টে নিতিতিশের দাবি, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি কখনোই রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা বলেননি।

সম্প্রতি, বিহার বিধানসভা নির্বাচনের তৃতীয় চরণের ৭৮ টি বিধানসভা আসনের জন্য প্রচারের শেষ দিনে নির্বাচনী সভা থেকে বড়সড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এক নির্বাচনী সভা থেকে তিনি বলেন, এটাই তাঁর রাজনৈতিক জীবনের শেষ নির্বাচন। তাই যার শেষ ভাল তার সব ভাল। তাঁর এই মন্তব্যের পর বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে রাজনৈতিক মহলে। অনেকেই মন্তব্য করেন হয়ত বিহারের মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতা কমে এসেছে বুঝতে পেরেই এমন কথা বলেছেন তিনি। আবার অনেকেই মনে করেছেন জে এটা নিছক ভোটের আগে মানুষের সহানুভূতি কুড়ানোর কৌশল। যদিও সে সময় এ সম্পর্কে মুখে কুলুপ এঁটে থাকেন নীতিশ।

ভোটের ফল প্রকাশ হয়ে যেতেই নিজের মন্তব্যের সাফাই দিয়েছেন নীতিশ কুমার। এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তিনি মোটেও অবসর নেবার কথা বলেননি। প্রত্যেক নির্বাচনের আগে শেষ যে প্রচারসভায় তিনি যান, সেখানে বরাবরই তিনি একটাই কথা বলেন, শেষ ভাল তো সব ভাল। তাঁর বক্তৃতা ভাল করে শুনলেই নাকি পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

Related Articles

Back to top button
error: