HighlightNewsরাজ্য

আর এক বাবাকে হারালাম: মৌসুমী, তরুণ মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ টলিউড তারকাদের

টিডিএন বাংলা ডেস্ক: বাংলা তথা ভারতীয় সিনেমা জগতের অন্যতম কিংবদন্তী চিত্রপরিচালক তরুণ মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন টলিউড তারকারা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলে, “তরুণ মজুমদার আর নেই। শুনেই ভেঙে পড়েছি। আমাদের বাংলা ছবির দুনিয়ার ভাঁড়ার যেন নিঃশেষ হয়ে যাচ্ছে। যে সমস্ত পরিচালকদের নিয়ে বাংলা ছবির দুনিয়া, আমরা, গর্বিত তাঁদের মধ্যে অন্যতম তরুণ মজুমদার।” তিনি আরও বলেন, “ওঁর কাছে অভিনয় শিখেছি। আমাদের প্রজন্মের প্রতি ‘তনু জেঠু’র অফুরন্ত স্নেহ। একই ভাবে কাজের সময় কড়া শিক্ষক। আজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যা, যেটুকু, সবটাই তরুণ মজুমদারের অভিনয় শিক্ষার জোরে।” তরুণ মজুমদারের পরিচালনায় ‘পথভোলা’, ‘আপন আমার আপন’ ও হিন্দি ছবি ‘রাহগীর’-এ ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ।

শোক প্রকাশ করে রঞ্জিত মল্লিক বলেন, “সময় তো কখনও থেমে থাকে না। এক দিন না এক দিন সবাইকে চলে যেতে হয়। মানুষ চলে যায়, রয়ে যায় তাঁর কাজ। উনি তাঁর কাজের মধ্যে দিয়েই বেঁচে থাকবেন। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি।” মৌসুমী চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমার জীবনে তিন জন বাবা। এক আমার বাবা, দ্বিতীয় আমার শ্বশুর (হেমন্ত মুখোপাধ্যায়) আর তৃতীয় আমার সিনেমার বাবা তিনি তরুণ মজুমদার। ওঁর হাত ধরেই ক্যামেরার সামনে আমার পরিচয়। উনি আমার পিতৃসম।’’

শতাব্দী রায় বলেন, “তরুণ মজুমদারের জীবনাবসান বাংলা দর্শকদের জন্য বিরাট ক্ষতি। কারণ তিনি যে ছবি তৈরি করেছেন তা বাণিজ্যিক ছবি, কিন্তু প্রতিটি মানুষের কাছে পৌঁছেছে। তাঁদের মন ছুঁয়েছে। যে অভিনেতারা তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পাননি তাঁরা এমন একটা ব্যক্তিত্বকে হারালেন যাঁর সঙ্গে কাজ না করলেও, শুধু কথা বললেও অনেক কিছু শেখা যেত। তিনি শিল্পীকে হাতে ধরে শেখাতেন। শিল্পীদের সম্মান দেওয়া, তাঁর কাছে শেখার ছিল।”

Related Articles

Back to top button
error: