HighlightNewsদেশ

‘বিচারব্যবস্থার অংশ হিসেবে আমি লজ্জিত, লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে’, প্রধান বিচারপতির মন্তব্য প্রসঙ্গে কপিল সিবাল

টিডিএন বাংলা ডেস্ক: ‘বিচারব্যবস্থার অংশ হিসেবে আমি লজ্জিত, লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে’ সাম্প্রতিক অতিতে ও বর্তমানে দেশের বিচার ব্যবস্থার অবস্থা দেখে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করতে শোনা গেল প্রবীণ আইনজীবী বিদায়ী সাংসদ কপিল সিবালকে। আগের দিনই বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা বলে ছিলেন, বিচারব্যবস্থা শুধুমাত্র সংবিধানের কাছে দায়বদ্ধ। কিন্তু সেই মন্তব্যের বাস্তবতা নিয়েই প্রশ্ন তুললেন কপিল সিবাল। অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবাইর সহ একাধিক গ্রেফতারীর বিষয়ে প্রশ্ন তোলেন তিনি।

সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ”গত ৫০ ধরে বিচারব্যবস্থার অংশ হয়ে বলছি, কিছু সদস্য আমাদের খাটো করছেন। এমন ঘটনার জন্য লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। বিচারবিভাগ যদি আইনের অবমাননা দেখে চোখ বন্ধ করে থাকে, তা হলে তো প্রশ্ন উঠবেই! চার বছরের আগের একটা টুইট, যার জন্য কোনও অশান্তিও ছড়ায়নি, তার জন্য গ্রেপ্তারি অভাবনীয়! যখন বোঝা গেল বেশিদিন আটকে রাখা যাবে না, তদন্তকারীরা অন্যান্য অভিযোগ খুঁজে বের করলেন, যার সঙ্গে গ্রেপ্তারির সম্পর্কই নেই! এখন তদন্তকারী সংস্থা আগে গ্রেপ্তার করে, তার পর খোঁজে ধৃতের বিরুদ্ধে কী কী অভিযোগ আনা যায়! রেকর্ড ঘেঁটে নানাবিধ অভিযোগ নিয়ে আদালতে হাজির হয়, যাতে জামিনটা আটকানো যায়।”

২০০২-এর গুজরাট দাঙ্গা প্রসঙ্গে সিবাল বলেন, ”আমি জাফরির আইনজীবী ছিলাম, ফলে সরাসরি কোনও মন্তব্য করা ঠিক হবে না। এটুকু বলতে পারি, সম্প্রতি বিচারপতিরা সেই সব জিনিস তুলে আনছেন, যা নিয়ে কখনও শুনানি হয়নি, যার বিরুদ্ধে কেউ আবেদনও করেনি! কিছু বিচারপতি আইনের অবমাননাকে উপেক্ষা করে প্রশাসনিক কাজকেই মান্যতা দিচ্ছেন। সাম্প্রতিক অতীতে যা ঘটেছে, বিচারব্যবস্থার অংশ হিসেবে আমি লজ্জিত।”

Related Articles

Back to top button
error: