HighlightNewsদেশ

সিনিয়রদের অত্যাচারে অবসাদে ভুগেছেন, র‌্যাগিং-যৌন হেনস্থা্র প্রতিবাদে সরব দ্রুততম মহিলা দৌড়বিদ দ্যুতি

টিডিএন বাংলা ডেস্ক: স্পোর্টস হস্টেলে সিনিয়রদের অত্যাচারে দীর্ঘ দিন মানসিক অবসাদে ভুগেছেন। র‌্যাগিং-যৌন হেনস্থা্র প্রতিবাদে সরব হয়ে নিজের জীবনের অভিজ্ঞতার কথা শোনালেন ভারতের দ্রুততম মহিলা দৌড়বিদ দ্যুতি চন্দও। সম্প্রতি ভুবনেশ্বরে ওড়িশা সরকার পরিচালিত হস্টেলে রুচিকা মোহান্তি নামে এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় উত্তাল ভারতের ক্রীড়া জগত। এই ঘটনা সামনে আসতেই যৌন হেনস্থা প্রসঙ্গে মুখ খুলেছেন ভারতের ফুটবল, সাইক্লিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্রীড়াবিদ। শুনিয়েছেন নিজেদের বাস্তব অভিজ্ঞতার কথা।

এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন দ্যুতি। তিনি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে লিখেছেন, ‘ভুবনেশ্বরের স্পোর্টস হস্টেলে থাকার সময় সিনিয়ররা জোর করে আমাকে দিয়ে ওদের শরীর ম্যাসাজ করাত। কাপড় কাচাত। প্রতিবাদ করলেই নানা ভাবে হেনস্থা করা হত। মানসিক ভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলাম। কেউ সাহায্য করেনি। খেলাধুলোয় মনঃসংযোগ রাখাই কঠিন হয়ে পড়েছিল। যারা সহ্য করতে পারে তারাই হস্টেলে টিকে থাকে। বাকিরা মাঝপথেই হাল ছেড়ে দিয়ে বাড়ি ফিরে যায়।’

Related Articles

Back to top button
error: