১ নভেম্বরের আগেই করোনার ভ্যাকসিন নিয়ে আসবো, দাবি ট্রাম্পের

টিডিএন বাংলা ডেস্ক: আগামী ১ নভেম্বরের আগেই করোনার ভ্যাকসিন নিয়ে আসবো। নির্বাচনের আগে ফের একবার চমকপ্রদ দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে ভার্চুয়াল কনফারেন্সে রাজ্যগুলিকে তৈরি থাকতে বলে তিনি জানান, ভ্যাকসিন আসবে নভেম্বরের গোড়াতেই। কীভাবে তার বিতরণ হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে রাজ্যগুলিকে। উল্লেখ্য, ডালাসের সংস্থা ম্যাককেসন কর্পের সঙ্গে চুক্তি করেছে ট্রাম্প প্রশাসন। প্রাথমিকভাবে এই সংস্থাই রাজ্যগুলিতে করোনার টিকা বিতরণ করবে।