Highlightদেশ

এমন বাংলা তৈরি করবো যেখানে মানুষ তো বটেই, পাখিরাও অনুপ্রবেশ করতে পারবে না; কোচবিহারের জনসভা থেকে বললেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ

টিডিএন বাংলা ডেস্ক: বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আজ পশ্চিমবঙ্গের তিনটি জায়গা থেকে পরিবর্তন যাত্রা শুরু করেন। চতুর্থ পরিবর্তন জনসভা কোচবিহার থেকে শুরু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। কোচবিহারের ওই জনসভা থেকে অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গকে এমনভাবে তৈরি করব যাতে মানুষ তো বটেই পাখিরাও অনুপ্রবেশ করতে পারবেনা।

তিনি বলেন, এই পরিবর্তন যাত্রা কোনো মুখ্যমন্ত্রীকে বদল করার যাত্রা নয়, কোনো একজন নেতাকে হারিয়ে অন্য একজন নেতাকে অনার লড়াই নয়। এই পরিবর্তন যাত্রা বাংলার পরিস্থিতি পরিবর্তন করার যাত্রা। পরিবর্তন যাত্রা বাংলার বেকারত্ব দূরে হটাবার যাত্রা। কৃষকদের পরিস্থিতির উন্নতি করা এবং তাদের দারিদ্র দূরীকরণ করার যাত্রা। এটা সোনার বাংলা তৈরি করার যাত্রা। একবার সুযোগ দিন পশ্চিমবঙ্গের উন্নয়ন করে দেখাবো।

অমিত শাহ বলেন,”পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এমন পরিস্থিতি তৈরি করে দিয়েছেন যে জয় শ্রীরাম বলা অপরাধ হয়ে গেছে। আরে মমতা দিদি বাংলায় জয় শ্রীরাম বলা হবে না তো কি পাকিস্তানের বলা হবে? আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি নির্বাচন শেষ হতে হতে মমতা ব্যানার্জিকেও জয় শ্রীরাম বলতে দেখা যাবে।”

অমিত শাহ আরো বলেন,”মোদি সরকার গরিবদের কল্যাণ করার জন্য ব্যস্ত আর মমতা সরকার ভাইপোর কল্যাণে ব্যস্ত। মমতা ব্যানার্জি ফেল মুখ্যমন্ত্রী। এবার আপনাদের বিনাশের রাজনীতি এবং বিকাশের রাজনীতির মধ্যের তফাতটা বুঝতে হবে। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস পার্টি এই বিকাশের জন্য কিছুই করেনি। বিজেপির সরকার, মোদিজীর নেতৃত্বে ‘সবকা সাথ, সবকা বিকাশ’ এই তত্ত্ব মেনে চলে। আমরা সমস্ত সমাজ, সংস্কৃতি, ভাষা, সঙ্গীত, সাহিত্যকে অগ্রসর করে নিয়ে যাওয়ার মানুষ। এই কারণে ধীরে ধীরে পুরো ভারত মোদীজির নেতৃত্বে বিজেপির সঙ্গে সংঘবদ্ধ হচ্ছে।”

Related Articles

Back to top button
error: